সেবা প্রদান প্রতিশ্রুতি (Citizen’s Charter)
১. ভিশন ও মিশন
ভিশনঃ বিশ্বমানের জাতীয় পরিসংখ্যান প্রস্তুতিতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো –এর আদর্শ উপজেলা ইউনিট হিসেবে প্রতিষ্ঠা লাভ করা।
মিশনঃ বাংলাদেশ সরকারের চাহিদা মোতাবেক দেশের উন্নয়ন ও জনকল্যাণে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো –এর উপজেলা ইউনিট হিসেবে আধুনিক পদ্ধতিতে পরিসংখ্যান প্রস্তুত এবং উন্নততর তথ্য প্রযুক্তির মাধ্যমে তা বিশ্লেষণ, সংরক্ষণ ও সরবরাহ করা। পাশাপাশি নীতি নির্ধারক, পরিকল্পনাবিদ, শিক্ষাবিদ, প্রশাসক ও সুশীল সমাজের চাহিদা মোতাবেক গবেষণা/জরিপ কার্য পরিচালনার মাধ্যমে সংগৃহীত তথ্য ও উপাত্ত বিশ্লেষণ, সংরক্ষণ ও প্রকাশ।
২. প্রতিশ্রুত সেবাসমূহঃ
(ক) নাগরিক ও প্রাতিষ্ঠানিক সেবাঃ
ক্রমিক |
সেবার নাম |
সেবা প্রদান পদ্ধতি |
প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান |
সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি |
সেবা প্রদানের সময়সীমা |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার (নাম, পদবি, ফোন ও ইমেইল) |
(১) |
(২) |
(৩) |
(৪) |
(৫) |
(৬) |
(৭) |
০১ |
জনসংখ্যার প্রত্যয়ন পত্র |
আবেদনপত্র প্রাপ্তির পর রেকর্ডভুক্ত করে আবেদনকারীকে রেকর্ডভুক্তের ইস্যু নম্বর প্রদান করা হয়। অতঃপর আবেদনপত্র উপজেলা পরিসংখ্যান কর্মকর্তার নিকট পেশ করা হয়। নির্দেশিত হয়ে জুনিয়র পরিসংখ্যান সহকারী (জেএসএ) যাচাই-বাছাই করে নির্দিষ্ট ফরমেটে তথ্য উপস্থাপন করেন। উপজেলা পরিসংখ্যান কর্মকর্তার অনুমোদন ও স্বাক্ষরের পর আবেদনকারীকে তথ্য প্রদান করা হয়। |
১. তথ্য অধিকার আইন-২০০৯ ও তথ্য অধিকার (তথ্যপ্রাপ্তি-সংক্রান্ত) বিধিমালা- ২০০৯ অনুযায়ী তথ্য প্রাপ্তির নির্দিষ্ট আবেদন ফরমে আবেদন পত্র। (সেবা গ্রহীতা কোন সংস্থা/ প্রতিষ্ঠান হলে সংস্থা/ প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা বরাবর আবেদন করতে হয়।) ২. একই সঙ্গে প্রয়োজনীয় অন্যান্য কাগজ পত্র দাখিল করতে হয়। ৩. আবেদন ফরম তথ্য কমিশন ওয়েবসাইট(https://infocom.gov.bd) অথবা, এই লিংকে [তথ্য প্রাপ্তির আবেদন পত্র ডাউনলোড] অথবা, অত্র দপ্তরের সংশ্লিষ্ট শাখায় পাওয়া যায়। (আরো জানতে অফিসে যোগাযোগ করুন।) |
বিনামূল্যে (তবে সিডি তে সরবরাহের ক্ষেত্রে সিডি/ সিডি মূল্য দিতে হবে) |
সাধারণত ১-৩ কর্মদিবস |
কৃষ্ণ চন্দ্র বর্মন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা উপজেলা পরিসংখ্যান কার্যালয়, সদর, লালমনিরহাট। ফোনঃ ০২৫৮৯৯৮৬৮৫১ মোবাইলঃ ০১৫৫০-০৪১৭৭২ ই-মেইলঃ uso.lalmonirhatsadar@gmail.com |
০২ |
আদমশুমারি/জনশুমারির তথ্য |
|||||
০৩ |
কৃষি শুমারির তথ্য |
|||||
০৪ |
অর্থনৈতিক শুমারির তথ্য |
|||||
০৫ |
খানা তথ্য ভান্ডার শুমারির তথ্য |
|||||
০৬ |
বস্তি শুমারির তথ্য |
|||||
০৭ |
ভাইটাল স্ট্যাটিসটিকস সংক্রান্ত তথ্য |
|||||
০৮ |
প্রধান ও অপ্রধান ফসলের হিসাব সংক্রান্ত তথ্য |
|||||
০৯ |
শ্রমশক্তি ও শিশু শ্রমের তথ্য |
|||||
১০ |
জেন্ডার স্ট্যাটিসটিকস সংক্রান্ত তথ্য |
|||||
১১ |
খানার আয় ব্যয় সম্পর্কিত তথ্য |
|||||
১২ |
জিডিপির প্রবৃদ্ধির হার সংক্রান্ত তথ্য |
|||||
১৩ |
মাসিক কৃষি মজুরীর হার সংক্রান্ত তথ্য |
|||||
১৪ |
দারিদ্র্য পরিসংখ্যান সংক্রান্ত তথ্য |
|||||
১৫ |
বন, মৎস্য, গবাদি পশু ও হাঁস-মুরগী জরিপ তথ্য |
|||||
১৬ |
ভূমির ব্যবহার ও সেচ পরিসংখ্যান তথ্য |
|||||
১৭ |
প্রধান,প্রধান ফসলের মূল্য ও উৎপাদন খরচ জরিপ তথ্য |
|||||
১৮ |
উপজেলা পরিসংখ্যান সংক্রান্ত তথ্য |
|||||
১৯ |
দাগগুচ্ছ জরিপ সংক্রান্ত তথ্য |
|||||
২০ |
জিও কোড হালনাগাদকরণ |
(খ) অভ্যন্তরীণ সেবাঃ
ক্রমিক |
সেবার নাম |
সেবা প্রদান পদ্ধতি |
প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান |
সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি |
সেবা প্রদানের সময়সীমা |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার (নাম, পদবি, ফোন ও ইমেইল) |
(১) |
(২) |
(৩) |
(৪) |
(৫) |
(৬) |
(৭) |
০১ | নৈমিত্তিক ছুটির অনুমোদন | আবেদনপত্র প্রাপ্তির পর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তার নিকট উপস্থাপন করা হয়/পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হয়। সেবা প্রত্যাশীকে অবহিতকরণ।
|
সাদা কাগজে নৈমিত্তিক ছুটির আবেদন পত্র |
বিনামূল্যে |
সাধারণত ০-১ কর্মদিবস |
কৃষ্ণ চন্দ্র বর্মন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা উপজেলা পরিসংখ্যান কার্যালয়, সদর, লালমনিরহাট। ফোনঃ ০২৫৮৯৯৮৬৮৫১ মোবাইলঃ ০১৫৫০-০৪১৭৭২ ই-মেইলঃ uso.lalmonirhatsadar@gmail.com
|
০২ | বেতনের EFT এর ব্যাংক হিসাবের তথ্য হালনাগাদ করণ
|
সাদা কাগজে প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদন করতে হবে।
|
সাধারণত ১-৩ কর্মদিবস |
|||
|
GPF নমিনীর তথ্য হালনাগাদ করণ | |||||
০৩ |
মাতৃত্বকালীন ছুটির আবেদন অগ্রায়ন |
আবেদনপত্র প্রাপ্তির প্রেক্ষিতে যাচাই-বাছাই করণ এবং পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হয়। সেবা প্রত্যাশীকে অবহিতকরণ। |
উপযুক্ত কর্তৃপক্ষ বরাবর সাদা কাগজে/নির্ধারিত ফরমে প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদন করতে হবে।
|
|||
০৪ |
দেশের অভ্যন্তরে অর্জিত ছুটির আবেদন অগ্রায়ন |
|||||
০৫ |
দেশের অভ্যন্তরে শ্রান্তি-বিনোদন ছুটিসহ ভাতা মঞ্জুরীর আবেদন অগ্রায়ন |
|||||
০৬ |
শিক্ষা ছুটির আবেদন অগ্রায়ণ |
|||||
০৭ |
বহিঃবাংলাদেশ ছুটির আবেদন অগ্রায়ন |
|||||
০৮ |
বেতন সমতাকরণের আবেদন অগ্রায়ন |
|||||
০৯ |
জিপিএফ মঞ্জুরীর আবেদন অগ্রায়ন |
নির্ধারিত ফর্ম রয়েছে। সংশ্লিষ্টদপ্তর, সরকারী মুদ্রণালয়ে ও ওয়েবসাইট থেকে ফর্ম সংগ্রহ করা যায়। প্রয়োজনীয় দলিলপত্র সহ সাদা কাগজে আবেদন। |
||||
১০ |
গৃহনির্মাণ ঋণ মঞ্জুরীর আবেদন অগ্রায়ন |
|||||
১১ |
প্রশিক্ষণের জন্য কর্মকর্তা/ কর্মচারী মনোনয়ন |
পত্র প্রাপ্তির পর সংশ্লিষ্ট বিষয়ে কর্মরত ব্যক্তি নির্ধারণ করা হয়। মনোনীত কর্মকর্তা/কর্মচারীকে অবহিত করা হয়। |
প্রশিক্ষণে মনোনয়নের জন্য চাহিদাপত্র। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস