Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর প্রশ্নপত্রে প্রশ্ন.13-খানায় কী ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়? ব্যাখ্যা
বিস্তারিত

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক বাস্তবায়নাধীন জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর প্রশ্নপত্রে প্রশ্ন.13-খানায় কী ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়? এর ক্ষেত্রে সার্ভারে ইতোমধ্যে (গত প্রায় দু'দিন যাবত সংগৃহীত) জমাকৃত ডাটা বিশ্লেষণ করে 'অকৃষি' খানার সংখ্যা তুলনামূলকভাবে বেশি প্রতীয়মনা হচ্ছে। এ প্রেক্ষিতে প্রশ্নটির উত্তর পূরণে অধিকতর সতর্কতা অবলম্বনের লক্ষ্যে প্রশ্নপত্রে প্রদত্ত অপশনসমূহের ব্যখ্যা নিম্নরূপভাবে পুনরায় উল্লেখ করা হলো:

 

(ক) কৃষি: খানার আঙিনায় অথবা আঙিনার বাইরে যত দূরেই হোক না কেন হাঁস-মুরগি/গবাদিপশু পালন, ফলমূল/শাক-সবজি উৎপাদন, শস্য/ফসল উৎপাদন, রেশমগুটি পালন, মৌমাছি চাষ, মৎস চাষ, নার্সারি বা ফলদ/বনজ চাষ করা হলে তা যদি খানার কোন সদস্য কর্তৃক সরাসরি বা খানার তত্ত্বাবধানে (অর্থ উপার্জন বা নিজস্ব ব্যবহারের জন্য) পরিচালনা করা হয় তাহলে উক্ত খানাটি অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানা (কৃষি) হিসেবে বিবেচিত হবে।

 

(খ) অকৃষি: শুধু খানার ভিতরে বা খানার আঙিনায় দোকান, বিউটি পার্লার, বাঁশ ও বেতের কাজ, দর্জির কাজ, সুতার কাজ, তাঁতের কাজ, বিভিন্ন হস্তশিল্পের কাজ, অনলাইনভিত্তিক বিভিন্ন ব্যবসা অথবা নিজ উদ্যোগে ভাসমান কোন অর্থনৈতিক কর্মকাণ্ড যেমন হকার বা ফেরিওয়ালা, নিজস্ব রিকশা/ঠেলাগাড়ি/ইজিবাইক/সিএনজি/গাড়ি ইত্যাদি চালালে বা নিজের গাড়ি ভাড়া দিয়ে নিজেই maintenance করলে উক্ত খানাটি অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানা (অকৃষি) হিসেবে বিবেচিত হবে।

 

(গ) কোনটিই নয়: খানার বাইরে ব্যবসা করলে, পারিশ্রমিকের বিনিময়ে যেকোন কাজ অথবা সরকারি, অসরকারি বা অন্য যেকোন চাকুরি করলে, বাণিজ্যিক উদ্দেশ্যে বড় খামার (মাছ, গবাদিপশু, হাঁস-মুরগি ইত্যাদি) যেটির আলাদা হিসাব রাখা হয় সেক্ষেত্রে কোনটিই নয় হবে।

 

(ঘ) কৃষি-অকৃষি উভয়ই: যদি কোন খানায় উপরের (ক) ও (খ) এ বর্ণিত কৃষি ও অকৃষি উভয় ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয় সেক্ষেত্রে কৃষি-অকৃষি উভয়ই হবে।

 

উল্লিখিত ব্যাখ্যা গণনাকারীগণের নিকট দ্রুততম সময়ের মধ্যে পৌঁছানোর মাধ্যমে অধিকতর সঠিকভাবে তথ্য সংগ্রহের ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

 

ধন্যবাদান্তে-

জোনাল অফিসার

জোন- ০৩ (মোগলহাট)

সদর, লালমনিরহাট।

ডাউনলোড
প্রকাশের তারিখ
17/06/2022
আর্কাইভ তারিখ
30/06/2022