নির্দেশাবলী:
১। ফরমের সকল তথ্য সঠিক ভাবে এবং শুধুমাত্র ইংরেজিতে পূরণ করতে হবে।
২। কোন তথ্য ভুল প্রদান করা যাবে না। আপনি যদি জনশুমারি ও গৃহগণনা ২০২১ এর তথ্যসংগ্রহের জন্য গণনাকারী/তালিকাকারী/সুপারভাইজার হিসেবে মোগলহাট ইউনিয়ন হতে নির্বাচিত হয়ে থাকেন তবেই শুধুমাত্র এই ফরম পূরণ করবেন।
৩। একজন ব্যক্তি একবারই একটি ফরম পূরণ করতে পারবেন।
৪। প্রত্যেকেই নিজ নিজ ফরম পূরণ করবেন। অন্য কোন ব্যক্তির ফরম পূরণ করবেন না।
৫। আপনার মোবাইল নাম্বারটিতে সক্রিয় বিকাশ এ্যাকাউন্ট থাকতে হবে। পরবর্তীতে এই নাম্বারেই আপনাদের সম্মানী প্রদান করা হবে ও যোগাযোগ করা হবে।
৬। ফরমের নির্ধারিত স্থানে আপনার এনআইডি নাম্বার সঠিক ভাবে লিখতে হবে। যাদের নিজের এনআইডি নেই তাদের বাবা/মা যে কোন একজনের এনআইডি নাম্বার নির্ধারিত স্থানে সঠিকভাবে লিখতে হবে। ফরমের নির্ধারিত ড্রপডাউন হতে কার এনআইডি তা সঠিক ভাবে সিলেক্ট করতে হবে। উল্লেখ্য, নিজের/বাবার/মায়ের ছাড়া অন্যকারো এনআইডি নাম্বার দেয়া যাবে না।
৭। যারা ইতোমধ্যে শুমারি কার্যক্রমের জন্য সিলেক্ট হয়েছেন কিন্তু এখন কাজ করতে চাচ্ছেন না, তারাও এই ফরমটি পূরণ করবেন এবং জোনাল অফিসারের সঙ্গে যোগাযোগ করবেন।
যোগাযোগে:-
শাদী ফরহাদুর রহমান
মোবা: ০১৭৫১-৩২৩১৮১
জোনাল অফিসার (জোন-০৩)
মোগলহাট ইউনিয়ন
সদর, লালমনিরহাট।
বিঃদ্রঃ যোগাযোগের নাম্বার এবং বিকাশ নাম্বার একই হতে হবে। একাধিক নাম্বার গ্রহণ যোগ্য নয়। নাম্বার অবশ্যই নিজের হতে হবে। নাম্বার কোন ভাবেই ভুল করা যাবে না।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস